পৃথিবী আলুর মতো!

প্রকাশঃ জুন ১৪, ২০১৫ সময়ঃ ৪:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

article-1372012-0B6C680900000578-923_634x566মনে মনে ভাবছেন এতদিন জানতাম কমলা-লেবুর মতো দেখতে ,হঠাৎ করে আলুর মতো হয়ে গেলো কি করে! ছবি ও ভিডিওটি প্রথমে এক নজরে দেখলেই মনে হবে আসলেই পৃথিবী আলুর মতো।

মিউনিখের একটি সম্মেলনে জিওসিই (GOCE) উপগ্রহের তোলা এই ছবিগুলো পেশ করা হয়। এখনও পর্যন্ত মহাকাশ থেকে পৃথিবীর যে সমস্ত ছবি তোলা হয়েছে তার মধ্যে এই ছবিগুলোই সবথেকে নিখুঁত বলে মনে করা হচ্ছে। আর ওইসব ছবিতে পৃথিবীকে আলুর মতোই দেখা যাচ্ছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, জিওসিই নামক এই উপগ্রহের মাধ্যমে প্রমাণ মিললো যে পৃথিবী দেখতে আলুর মতো! বিজ্ঞানীরা আরো জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরণের পরিস্থিতি মোকাবেলায় যা অত্যন্ত সহায়ক হবে। মহাকাশ থেকে সরাসরি টেকটনিক প্লেট মুভমেন্ট বোঝা না গেলেও এই গ্র্যাভিটি ডেটা প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে পূর্বাভাস দিতেও সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: এখানে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G