পৃথিবীর মতো দুই গ্রহ

প্রকাশঃ জুন ১, ২০১৫ সময়ঃ ৮:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৪ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

2 groho 2পৃথিবী ছাড়াও মহাকাশের অন্য কোন গ্রহে গিয়ে বসবাস করার ইচ্ছে মনের মধ্যে পোষণ করছে মানুষ অনেক দিন ধরেই। প্রতীক্ষায় কিছুটা মেওয়া ফলেছে।

মহাকাশে খুঁজে পাওয়া গেছে কেপলার-৪৩৮বি এবং কেপলার-৪৪২বি নামে পৃথিবী-সদৃশ আরও দুটি গ্রহ। সৌরজগতের বাইরে এখন পর্যন্ত আবিষ্কৃত গ্রহগুলোর মধ্যে এই দুটির সঙ্গেই আকার আকৃতি ও আবহাওয়াগত দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি মিল রয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। সেই সূত্রে গ্রহ দুটিকে বলা হচ্ছে পৃথিবীর জমজ বোন।

সৌরজগতের বাইরে আমাদের সূর্যের মতোই একটি বামন নক্ষত্রকে ঘিরে আবর্তিত হচ্ছে কেপলার-৪৩৮বি ও কেপলার ৪৪২বি। নক্ষত্রটি সূর্যের চেয়ে খানিকটা শীতল।

বিজ্ঞানীরা বলছেন, কেপলার ৪৩৮বি গ্রহতে বছর হয় ৩৫ দিনে। অর্থাৎ নক্ষত্রটিকে একবার ঘুরে আসতে গ্রহটির সময় লাগে ৩৫ দিন। আর কেপলার-৪৪২বি গ্রহে বছর হয় ১১২ দিনে।

বিজ্ঞানীরা আরও ধারণা করছেন, কেপলার-৪৩৮বি আকৃতিতে পৃথিবীর চেয়ে ১২ শতাংশ বড়। এর ভূপৃষ্ঠ পাথুরে হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ। আর কেপলার-৪৪২বি পৃথিবীর চেয়ে এক তৃতীয়াংশ বড়। এর পাথুরে হওয়ার সম্ভাবনা ৬০ শতাংশ। উভয়গ্রহই প্রাণীর বাসযোগ্য হওয়ার সম্ভাবনা ৯৭ শতাংশ।

এছাড়া মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা আমাদের ছায়াপথের গোল্ডিলক জোনে ওই বামন নক্ষত্রটিকে ঘিরে আরও ৬টি গ্রহের সন্ধান পেয়েছেন। সেগুলোর নাম রাখা হয়েছে-কেপলার-৪৪০বি, কেপলার-১৮৬এফ, কেপলার-৬২এফ, কেপলার-৬২ই, কেপলার-২৯৬ই ও কেপলার-২৯৬এফ।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G