পেঁপে চাষ পদ্ধতি
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
বাংলাদেশে পেঁপে খুবই জনপ্রিয় একটি ফল। শুধুমাত্র ফল নয় সবজি হিসেবেও এর চাহিদা রয়েছে ব্যাপক। বর্তমান সময়ে এসে অনেকেই পেঁপে চাষ শুরু করেছে।কারণ স্বল্প পুঁজি নিয়ে পেঁপে চাষের মাধ্যমে খুব দ্রুত অধিক মুনাফা আয় করা সম্ভব।তাই ইচ্ছা করলে আপনিও খুব সহজে পেঁপে চাষের মাধ্যমে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিকভাবে লাভবান হতে পারেন। আসুন জেনে নেই পেঁপে চাষ পদ্ধতিঃ
চারা রোপণ পদ্ধতিঃ
১. দেড় থেকে ২ মাস বয়সের চারা রোপণ করতে হয়।
২. ২ মিটার দূরে দূরে ৬০ X ৬০ X ৬০ সে.মি. আকারের গর্ত করতে হয়।
৩. চারা রোপণের ১৫ দিন আগে গর্তের মাটিতে সার মেশাতে হয়।
৪. পানি নিকাশের জন্য দুই সারির মাঝখানে ৫০ সে.মি. নালা রাখলে ভালো।
সার প্রয়োগঃ
কৃষকদের মতে গুণগত মানসম্পন্ন ভালো ফলন পেতে হলে পেঁপে গাছে যতটুকু সম্ভব সার প্রয়োগ করতে হবে। মাটি পরীক্ষা করে মাটির ধরণ অনুযায়ী সার প্রয়োগ করতে হবে। তবে জৈব সার ব্যবহার করলে মাটির গুণাগুণ ও পরিবেশ উভয়ই ভালো থাকবে। বাড়িতে গবাদি পশু থাকলে সেখান থেকে গোবর সংগ্রহ করা যাবে। নিজের গবাদি পশু না থাকলে পাড়া-প্রতিবেশি যারা গবাদি পশু পালন করে তাদের কাছ থেকে গোবর সংগ্রহ করা যেতে পারে। এছাড়া ভালো ফলন পেতে হলে জমিতে আবর্জনা পচা সার ব্যবহার করা যেতে পারে। বাড়ির আশেপাশে গর্ত করে সেখানে আবর্জনা, ঝরা পাতা ইত্যাদির স্তুপ করে রেখে আবর্জনা পচা সার তৈরি করা সম্ভব।
রোগবালাইঃ
পেঁপের ঢলে পড়া রোগে প্রচুর গাছ মারা যায়। তাছাড়া এ রোগের জীবাণুর আক্রমণে বর্ষা মৌসুমে কান্ড পচা রোগও হয়ে থাকে। পিথিয়াম এ্যাফানিডারমাটাম নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। বর্ষা মৌসুমে ঢলে পড়া রোগের প্রকোপ খুব বেশি দেখা যায়। বৃষ্টির পানিতে অথবা সেচের পানিতে এ রোগের জীবাণু ছড়ায়। অনেক সময় জিংকের অভাবে মোজাইকের মতো লক্ষণ প্রকাশ পায়।
প্রতিক্ষণ/এডি/জুয়েল