পেট্রোল বোমায় দগ্ধ সুভাষ মারা গেছেন

প্রকাশঃ মার্চ ৮, ২০১৫ সময়ঃ ২:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৭ অপরাহ্ণ

maraঅবরোধে চট্টগ্রামে পেট্রোল বোমায় দগ্ধ কাঁচামাল ব্যবসায়ী সুভাষ চন্দ্র সোম (৫৬) মারা গেছেন।

রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত ১৮ ফেব্রুয়ারি  রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রামের টাইগারপাস এলাকায় রাইডার পরিবহনে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এতে দগ্ধ হন সুভাষ। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিলো। এরপর থেকেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর আজ না ফেরার দেশে চলে গেলেন তিনি।

নিহত সুভাষ চন্দ্র সোমের বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বারোকুণ্ড গ্রামে। তার পিতার নাম মৃত বীরেন্দ্র কুমার।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল সুভাষের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, বার্ন ইউনিটের আইসিইউতে দুপুর বারোটার দিকে তার মৃত্যু হয়।

সুভাষের জামাতা রাজু চৌধুরী জানান, তার শ্বশুর ডবলমুড়িং এলাকায় থাকতেন ও চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ব্যবসা করতেন। ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে পেট্রোলবোমায় দগ্ধ হন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি থেকে চলছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি। এ সব রাজনৈতিক কর্মসূচিতে সংঘটিত সহিংসতায় প্রাণ হারিয়েছেন শতাধিক। এদের মধ্যে বার্ন ইউনিটেই মারা গেছেন ১৫ জন ।যাদের মধ্যে বেশিরভাগই নিরীহ সাধারণ মানুষ।

প্রতিক্ষণ /এডি/মাজহার

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G