পেট্রােলবোমায় দগ্ধ আরেকজনের মৃত্যু

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৫:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

বাস২০ দলীয় জোটের চলমান অবরোধে গাইবান্ধায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট জনে।

রোববার দুপুর ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ আবুল কালাম আজাদ (৪৮) মারা যায়। পেশায় দিনমজুর আজাদের বাড়ি গাইবান্ধার চন্ডিপুর কামারেরভিটা এলাকার।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মারুফুল ইসলাম জানান, আগুনে আজাদের মুখ, শ্বাসনালীসহ শরীরের ৬০ ভাগ পুড়ে গিয়েছিল।

গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে তুলসীঘাট এলাকায় নাপু পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান চার জন। তারা হলেন- সৈয়দ আলী, হালিমা বেওয়া, সুমন মিয়া ও শিল্পী দাস।

পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মা ছেলেসহ তিনজন। তারা হলেন, সাজু মিয়া, সোনাভান ও তার ছেলে সুজন মিয়া।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিনকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে ঢাকাসহ সারাদেশে সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। তবে ওই দিন সমাবেশ করতে না দেওয়ায় সারাদেশে টানা অবরোধের কর্মসূচির ঘোষণা দেন ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

একইসঙ্গে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানান তিনি। অবরোধ চলাকালীন অবস্থায় বিক্ষিপ্তভাবে হরতালও ডাকা হয় জোটের পক্ষ থেকে। সর্বশেষ রোববার ভোর থেকে সারা দেশে ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দলীয় জোট।

প্রতিক্ষণ/এডি/রুবেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G