সিলেটে দগ্ধ ট্রাকচালকের ঢামেকে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
টানা ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন অবরোধের সময় সিলেটে পেট্রোলবোমার আগুনে দগ্ধ ট্রাকচালক বকুল দেবনাথ (৩৫)।
আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্ন ইউনিটের চিকিৎসক ডা: অহিদ মোরশেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৭ টার দিকে বকুল দেবনাথ মৃত্যুবরণ করেছেন। তিনি সিলেট ওসমানীনগর গোয়ালাবাজার এলাকার রতন দেবনাথের ছেলে।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি রাত ২ টার দিকে ট্রাকচালক বকুল সারিঘাট থেকে বালুভর্তি ট্রাক নিয়ে ফিরছিলেন। গোয়াইনঘাটের বাঘের সড়ক এলাকায় পৌঁছামাত্র দুর্বৃত্তরা বালুভর্তি ট্রাকটি থামায়। একপর্যায়ে তারা ট্রাকে আগুন দেয়। ট্রাক থেকে না নামায় দুর্বৃত্তরা বকুলের ওপর পেট্রোল বোমা ছুঁড়ে মারে। খবর পেয়ে পুলিশ ও এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর আগেই তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।
প্রতিক্ষণ /এডি/পাপন