পেট্রোলবোমায় চালক দগ্ধ, গ্রেপ্তার চার
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম উপজেলায় দুর্বৃত্তের পেট্রোলবোমায় চালক মমিনুল হক (৪২) দগ্ধ হয়েছেন। তবে ট্রাক থেকে লাফিয়ে রক্ষা পান সহকারি চালকসহ অপর দুই ব্যক্তি। বুধবার রাত ১টার দিকে জুম্মারপাড় নামকস্থানে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত পাটগ্রাম ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৪ বিএনপি-জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হলেন-রবিউল ইসলাম (৩৫), শাহ-আলম (৫), সামিউল (২৮) ও বাপ্পী (২২)। এদের সবার সবার বাড়ি উপজেলার জুম্মারপাড়নামক গ্রামে বলে পুলিশ জানিয়েছে।
পাটগ্রাম থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী সূত্র জানায়, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার জুম্মারপাড় নামকস্থানে গাছ, বাঁশ ও কলারগাছ ফেলে মহাসড়কে বেড়িকেট তৈরি করে দুর্বৃত্তরা। এসময় ট্রাকটি (রংপুর-ঢ-১১-০২০২) থামিয়ে পেট্রোলবোমা হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় চালক মমিনুল হক দগ্ধ হন। সহকারি চালকসহ অপর দুই ব্যক্তি লাফিয়ে রক্ষা পান।
দগ্ধ ট্রাকচালক মমিনুলকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার প্রণব দাস।
পাটগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শাজাহান ঘটনাস্থল থেকে জানান, পেট্রোলবোমা হামলা চালানোর পরই ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশকে সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চালক মমিনুল হক সামান্য দগ্ধ হয়েছে, তবে তেমন গুরুতর না হওয়ায় স্থানীয় হাসপাতালেই ভর্তি করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।’
প্রতিক্ষণ/এডি/রেজা