পেট্রোলবোমা থেকে রক্ষায় বিশেষ মহড়া
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
চলমান অবরোধের সঙ্গে যুক্ত হওয়া হরতালে যানবাহনে পেট্রোলবোমার আগুনসহ গণপরিবহনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের মাঠে অগ্নিনির্বাপন ও প্রাথমিক চিকিৎসায় করণীয় বিষয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার সেক্টরের ব্যবস্থাপনা ও ১৭ বিজিবির তত্ত্বাবধানে অনুষ্ঠিত মহড়ায় গণপরিবহনে নাশকতায় অগ্নিকাণ্ড ঘটলে তাৎক্ষণিক অগ্নিনির্বাপন ব্যবস্থা, উদ্ধার প্রক্রিয়া, আহতদের প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে প্রেরণ সর্ম্পকে প্রাথমিক ধারণা দেয়া হয়। এতে সহযোগিতা করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
অনুষ্ঠানে বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান পিএসসি, জেলা প্রশাসক মো. রুহুল আমিন ও পুলিশ সুপার শ্যামল কুমার নাথসহ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।এ সময় বাস, মিনিবাস, ট্রাক-মিনি ট্রাকসহ পরিবহন মালিক শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/রাজিব