পেট্রোলবোমা থেকে রক্ষায় বিশেষ মহড়া

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৬:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

full_918412380_1424084711চলমান অবরোধের সঙ্গে যুক্ত হওয়া হরতালে যানবাহনে পেট্রোলবোমার আগুনসহ গণপরিবহনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের মাঠে অগ্নিনির্বাপন ও প্রাথমিক চিকিৎসায় করণীয় বিষয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার সেক্টরের ব্যবস্থাপনা ও ১৭ বিজিবির তত্ত্বাবধানে অনুষ্ঠিত মহড়ায় গণপরিবহনে নাশকতায় অগ্নিকাণ্ড ঘটলে তাৎক্ষণিক অগ্নিনির্বাপন ব্যবস্থা, উদ্ধার প্রক্রিয়া, আহতদের প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে প্রেরণ সর্ম্পকে প্রাথমিক ধারণা দেয়া হয়। এতে সহযোগিতা করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

অনুষ্ঠানে বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান পিএসসি, জেলা প্রশাসক মো. রুহুল আমিন ও পুলিশ সুপার শ্যামল কুমার নাথসহ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।এ সময় বাস, মিনিবাস, ট্রাক-মিনি ট্রাকসহ পরিবহন মালিক শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/রাজিব

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G