পেট্রোল বোমায় দগ্ধ হেলপারের মৃত্যু

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৯:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

downloadবগুড়ায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ট্রাক হেলপার জাহাঙ্গীর হোসেন (৩৫) মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ২৩ জানুয়ারি রাতে বগুড়ার চারমাথায় ট্রাকের ওপর পেটোলবোমা নিক্ষেপ করলে চালক ও তিনি দগ্ধ হন।

চালক মাসুদ (৩০) ও হেলপার জাহাঙ্গীর দগ্ধ হন। দগ্ধ হওয়ার পর তাদের দুজনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।

জাহাঙ্গীর হোসেনের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার লৌহজং গ্রামে। তার পিতার নাম সাহেব আলী।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G