পেট্রোল বোমায় দগ্ধ পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ১:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

samimরাজধানীর রমনার মৎস্য ভবনের সামনে পুলিশের গাড়িতে ককটেল ও পেট্রলবোমা হামলায় আহত একজন পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ১২ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত পুলিশ সদস্যের নাম শামীম। তিনি কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি শনিবার রাতে রাজধানীর রমনা এলাকায় মৎস্য ভবনের সামনে পুলিশের বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কনস্টেবল শামীমসহ দুজন পুলিশ দগ্ধ ও আরও ১১ জন পুলিশ আহত হন।

দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছিল। অপর ৮ জনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। আহত ও দগ্ধদের মধ্যে কনস্টেবল শামীমের অবস্থা ছিল আশংকাজনক।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, কনস্টেবল শামীমের মাথার আঘাত ছিল গুরুতর এবং তার শরীরের দুই শতাংশ পুড়ে গিয়েছিল। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মারা যান তিনি।

প্রতিক্ষণ /এডি/হাসান

 

প্রতিক্ষণ /এডি/কানন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G