বোমায় দগ্ধ খোরশেদ মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
চাঁদপুরে ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ খোরশেদ আলম (৩০) নামে আরও একজন মারা গেছেন।
বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ নিয়ে চাঁদপুরে ট্রাকে পেট্রোলবোমা হামলার ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল তিন এ।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় খোরশেদ আলমের মৃত্যু হয়েছে। শ্বাসনালীসহ তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
নিহত খোরশেদের বাড়ি সাতক্ষীরা জেলার কলালোয়া উপজেলায়। তার বাবার নাম মৃত সুলতান বিশ্বাস।
এর আগে, ১৮ মার্চ ট্রাকচালক জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। ২২ মার্চ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক খন্দকার শরিফুল ইসলাম (৩৮) মারা যান।
দগ্ধ আরেক ট্রাক হেলপার রুবেল (৩৮) বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ১৮ই মার্চ চট্টগ্রাম থেকে একটি পণ্যবাহী ট্রাক (যশোর ট ১১-২৩২২) চাঁদপুর হরিণা ফেরিঘাটের দিকে যাচ্ছিল। ট্রাকটি ফেরি পার হয়ে খুলনা যাওয়ার কথা ছিল। ট্রাকটি চান্দ্রা সড়কে পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
প্রতিক্ষণ/এডি/মিজান