পেট্রোল বোমায় দগ্ধ সাবের মারা গেছেন

প্রকাশঃ মার্চ ১০, ২০১৫ সময়ঃ ১০:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৩ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

maraচলমান হরতাল-অবরোধ চলাকালে গত ৪ মার্চ দগ্ধ চট্টগ্রামের সাবের আহমেদ মারা গেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার দিন জেলার হাটহাজারী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় অজ্ঞাতরা পেট্রোল বোমা মারলে দগ্ধ হন সাবের আহমেদ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।’

প্রসঙ্গত, গত ৪ মার্চ রাতে হাটহাজারী উপজেলার চারিয়া বুড়ি পুকুর পাড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তরা পেট্রোল ছুড়ে মারে।

এতে চালক সাবের আহমেদ (২৮) ও যাত্রী রণজিৎ নাথ (৩০) দগ্ধ হন। এ ঘটনায় অপর দগ্ধ রণজিৎ নাথ (৩০) চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মার্চ মারা যান।

এদিকে, এ ঘটনায় হাটহাজারী থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বাদী হয়ে বিস্ফোরক আইন ও সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় হাটহাজারী উপজেলা মির্জাপুর ইউনিয়নের সদস্য বিএনপি নেতা মো. ইয়াকুবসহ ৩২ জনের নাম উল্লেখ করে আরও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি/নাদিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G