দাগুনভূঞায় পেট্রোল বোমায় পুড়লো ৪ হাজার কবুতর
ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
এবার নাশকতার আগুনে পুড়লো শান্তির দূত কবুতর। ফেনীর দাগুনভূঞায় যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে দুর্বৃত্তের দেয়া আগুনে বাসের ছাদে থাকা ৪ হাজার কবুতরের বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। এতে কেউ হতাহত না হলেও বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
সোমবার সকালে ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগুনভূঞায় মুক্তার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া কবুতরের বাচ্চাগুলোর মূল্য প্রায় ৮ লাখ টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কবুতর ব্যবসায়ী সাহাব উদ্দিন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নোয়াখালী থেকে ফেনীগামী সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা মুক্তার বাড়ি এলাকায় পৌঁছলে ৭-৮ জন মুখোশধারী দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দেয়।
এ সময় পেট্রলঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়ির ছাদে থাকা প্রায় ৪ হাজার কবুতরের বাচ্চা পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত কবুতর ব্যবসায়ী সাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমার চার হাজার কবুতরের বাচ্চা পুড়ে গেছে, যার আনুমানিক মূল্য আট লাখ টাকা। কবুতরগুলো পুড়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি।’
এ ব্যাপারে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসে আগুন দেয়ার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
প্রতিক্ষণ/এডি/রাজু