পেনড্রাইভ ফরম্যাট না হলে যা করবেন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৯:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৮ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

download (1)অনেক সময় পেনড্রাইভ ভাইরাস প্রবেশ করে। আর ভাইরাস আক্রান্ত ডাটা মুছতে গেলে ফরম্যাট করার দরকার হয় পেনড্রাইভ। কিন্তু অনেক সময় দেখা যায় পেনড্রাইভটি ফরম্যাট হয়না। সেক্ষেত্রে পেনড্রাইভ সরাসরি ফরম্যাট না করে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে।

চলুন তাহলে জেনে নিই ভাইরাস আক্রান্ত পেনড্রাইভ কিভাবে ফরম্যাট করবেন তার কিছু উপায় সম্পর্কে।

১. প্রথমে My computer এ যেয়ে right click করতে হবে।

২. তারপরে Manage এ ক্লিক করলে computer Management window আসবে।

৩. এবার Diskmanagement এ ক্লিক করলে দেখা যাবে ড্রাইভ গুলো শো করছে।

৪. এবার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করতে হবে।

৫. তারপরে Fomat এ ক্লিক করতে হবে।

 

বিকল্প আরেকটি পদ্ধতি হল-

১. প্রথমে স্টার্ট বাটন থেকে রানে ক্লিক করতে হবে।

২. তারপরে এখানে cmd লিখতে হবে।

৩. এবার কমান্ড প্রমপ্টের মধ্যে convert g:/fs:ntfs লিখে ইন্টার চাপতে হবে (এখানে আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার

লিখতে হবে)

৪. এখন পেনড্রাইভ ফরম্যাট করতে হবে।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G