পেরুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম
পেরুতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৭ জন প্রাণ হারিয়েছে। সোমবার হুয়ারমে শহরের উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য দুটি বাস এবং একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে এএফপি।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী আনিবাল ভেলাসকুয়েজ। স্থানীয় এক রেডিও’র খবরে সোমবারের ওই দুর্ঘটনায় ৭০ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদেরকে হেলিকপ্টারে করে রাজধানী লিমার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পেরুর হাইওয়ে পুলিশের প্রধান অরফিলেস ব্রেভো জানিয়েছেন, সোমবার পান আমেরিকান হাইওয়ের মুর্গা সেরানো লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একই লাইনের অন্য দুটি বাস এবং একটি ট্রাকের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর মুর্গা লাইনের বাসটি দু ভাগ হয়ে যায় বলেও তিনি জানিয়েছেন।
দুর্ঘটনার পর প্রাথমিক খবরে ২২ জন মারা গেছে বলে জানানো হয়েছিল। তবে উদ্ধার তৎপরতা শুরু হওয়ার পর নিহতের সংখ্যা বেড়ে ৩৭য়ে দাঁড়িয়েছে বলে পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
দুর্ঘটনায় বিধ্বস্ত বাসটির অধিকাংশ যাত্রীই ছিলেন লিমার এক গির্জার সদস্য।
প্রতিক্ষণ/এডি/রবি