পোকেমনের ২০ বছর : নতুন ২ গেম!

প্রকাশঃ মার্চ ২১, ২০১৬ সময়ঃ ৪:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

pokemonছোটবেলায় খেলা পিকাসো কিংবা পোকেমন গেইমসের কথা নিশ্চই মনে আছে? শুধু তাই নয় এখন যারা ছোট তারাও এখন এর ভক্ত। তবে অ্যাংরি বার্ডসসহ অনেক গেমস এর ভিড়ে দীর্ঘ সময় ধরে শিশু-কিশোর থেকে শুরু করে বড়দের কাছে জনপ্রিয় একটি গেমস পোকেমন।

সবার প্রিয় এ গেমের ২০ বছরপূর্তি উপলক্ষে পোকেমন সান ও পোকেমন মুন নামে জনপ্রিয় সিরিজটির নতুন গেইম উন্মুক্তের ঘোষণা দিয়েছে নিমার্তা প্রতিষ্ঠান নিনটেনডো। গেইম দুটি খেলা যাবে স্মার্টফোনেও।

১৯৯৬ সালের ৭ ফেব্রুয়ারি জাপানে ‘গেইম বয়’ নামে এ গেইমের প্রথম সিরিজ বাজারে ছাড়ে নিনটেনডো।

পোকেমন বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সফল ও লাভজনক ভিডিও গেইমভিত্তিক মিডিয়া ফ্র্যাঞ্চাইজে পরিণত হয়েছিল সে সময়। নিনটেনডোরই আরেকটি গেইম মারিও ফ্রেঞ্চাইজের পেছনে ছিল এর অবস্থান। পরে অ্যানিমেশন, মাঙ্গা, ট্রেডিং কার্ড, খেলনা, বই ও অন্যান্য মাধ্যমে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে পোকেমনকে। সে সময় গেমটির প্রায় ২০ কোটি কপি বিক্রি হয়। গেমটির জনপ্রিয়তা ধরে রাখতে ভক্তদের জন্য ৯০০ পর্ব ভিডিও কার্টুন, ১৯টি মুভি ও অসংখ্য গেম কার্ড তৈরি করা হয়। বাংলাদেশেও গেমটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পোকেমন কার্ড এখনও শিশু-কিশোরদের কাছে বেশ জনপ্রিয়। আইকনিক এ ভিডিও গেমের জনপ্রিয় চরিত্র পোকেমনের ২০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বজুড়ে উদযাপনে পোকেমন চালু করা হয়। নতুন গেম দুটি চলতি বছরের শেষ নাগাদ উম্মুক্ত করা হবে বলে জানা যায়।

প্রতিক্ষণ/এডি/এস. টি.

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G