প্যারিসে আত্মঘাতী বোমার বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসের সেন্ট ডেনিস এলাকায় হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালানোর সময় এক নারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এসময় নিহত হয় আরো এক সন্দেহভাজন হামলাকারী।
শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। আত্মঘাতী বোমা ও বন্দুকধারীদের গুলিতে নিহত হয় ১৩১ জন। ঘটনার পরের দিন অর্থাৎ শনিবার হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)। এ ঘটনার পর পুরো ইউরোপজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর অংশ হিসেবে ফ্রান্সজুড়ে অভিযানে নামে পুলিশ।
বুধবার সকালে সেন্ট ডেনিস এলাকার একটি ভবন ঘিরে ফেলে পুলিশ। ওই ভবনটিতে প্যারিসে হামলাকারীরা অবস্থান নিয়েছে বলে পুলিশ খবর পেয়েছিল। পরে জানা যায়, ভবনটিতে প্যারিস হামলার পরিকল্পনাকারী ও প্রধান হামলাকারী আব্দেল হামিদ আবাউদও ভবনটিতে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় ভোর সাড়ে চারটায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় শুরু হয়। প্রায় তিন ঘন্টা এই গোলাগুলি চলে।
গুলি বিনিময় চলাকালে এক নারী তার কোমরে বেঁধে রাখা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় আরো এক সন্দেহভাজন হামলাকারী নিহত হয়। তবে প্যারিসের পাবলিক প্রসিকিউটর এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে। তবে গ্রেফতারকৃতদের মধ্যে আব্দেল হামিদ আবাউদ রয়েছে কি না জানা যায়নি।
স্থানীয় পার্লামেন্ট সদস্য মেথুউই হ্যানোটিন জানিয়েছেন, পুলিশের অভিযান এখনো চলছে। তিনি স্থানীয়দের বাড়ির ভেতরে অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রতিক্ষণ/এডি/এআরকে