প্যারিস হামলার মূল হোতা নিহত

প্রকাশঃ নভেম্বর ১৯, ২০১৫ সময়ঃ ৯:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Parisপ্যারিসে বর্বরোচিত হামলার মূল হোতা আবদেলহামিদ আবাউদ (২৭) নিহত হয়েছেন। উর্ধ্বতন দুই ফরাসি গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে বুধবার রাতে ‘ওয়াশিংটন পোস্ট’ জানিয়েছে, ইসলামিক স্টেটের জঙ্গি এবং প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছেন বলে তারা নিশ্চিত হতে পেরেছেন। তবে এ বিষয়ে ফরাসি কর্তৃপক্ষ এখনো নিশ্চিত কিছু জানায়নি।

ফ্রাসের রাজধানী প্যারিসের উত্তরের সেইন্ট-ডেনিস শহরে বুধবার ভোর থেকে অভিযান চালাচ্ছে পুলিশ। এ সময় সেখানে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযানে প্যারিস হামলার মূল হোতা আবদেলহামিদ আবাউদসহ তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া এক নারী তার শরীরে রাখা বিস্ফোরণে নিহত হয়েছে। তাকে আত্মঘাতী বলে সন্দেহ করা হচ্ছে। এ সময় অন্য একজন বেসামরিক লোকও মারা গেছে।

অভিযান চলাকালে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় বিএফএমটিভি জানায়, বন্দুকযুদ্ধে পুলিশ কর্মকর্তারাও আহত হয়েছে। সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে অভিযানে পুলিশ কর্মকর্তাদের আহত হওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফরাসি পুলিশ।

পুলিশ অভিযানের সুবিধার্থে প্রত্যক্ষদর্শীদের সরে যেতে বলেছে। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে চারটায় অভিযান শুরু হয় বলে সামাজিক গণমাধ্যমে জানাচ্ছেন স্থানীয় অধিবাসীরা। ১৫ মিনিট বন্ধ থাকার পর সকাল ৫টায় আবার গোলাগুলি শুরু হয়।
পুলিশ জানিয়েছে, সেইন্ট ডেনিসের একটি অ্যাপার্টমেন্টে শুক্রবারের হামলার কয়েকজন সন্দেহভাজন পালিয়ে আছেন বলে তাদের কাছে তথ্য ছিল। বুধবার সকালে পুলিশ সেইন্ট ডেনিসের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। এই শহরেই অবস্থিত স্টেড ডি ফ্রান্স স্টেডিয়াম, যেখানে শুক্রবার তিনটি আত্মঘাতি হামলা হয়।

আবেদলহামিদ আবাউদ বেলজিয়ামের নাগরিক। তার বাড়ি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উপকণ্ঠ মোলেনবিকে। এই এলাকারই বাসিন্দা আরেক হামলাকারী সালাহ আবদেসলাম। মোলেনবিকের একজন মুদি ব্যবসায়ীর ছেলে আবাউদ প্যারিস হামলার অর্থায়ন ও সংগঠিত করার কাজ করেছেন। আবাউদ সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ জল্লাদ (মৃত্যুদণ্ড কার্যকরকারী) ছিলেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G