প্রকাশ্যে সাংবাদিককে ভারতের বিহারে গুলি করে হত্যা
এবার ভারতের বিহারে প্রকাশ্যে গুলি করে খুন করা হলো একজন সিনিয়র সাংবাদিককে।
গতকাল রোহতাস জেলার সাসারাম এলাকায় বাড়ির কাছে খুন হন হিন্দী পত্রিকা ‘দৈনিক ভাস্কর’এর সাংবাদিক ধর্মেন্দ্র সিং।
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সকালে সাসারামে বাড়ির পাশেই একটি চায়ের দোকানে চা খেতে এসেছিলেন ধর্মেন্দ। সে সময়ই বাইকে করে তিন দুর্বৃত্ত তাকে খুব কাছ থেকে বুকে গুলি করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ধর্মেন্দ । এরপরই স্থানীয় লোকজন তাকে সাসারামের সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারানসী নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। গুলি করেই দুর্বৃত্তরা গা ঢাকা দেয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
নিহতের পরিবারের লোকের দাবি, কয়েকদিন ধরেই খুনি মাফিয়ারা ধর্মেন্দকে খুনের হুমকি দিয়ে আসছিল। ঘটনার পরই বিহারের আইনশৃঙ্খলা অবনতির জন্য নীতিশ কুমারের নেতৃত্বে জোট সরকারকে দায়ী করেছে বিজেপি।
উল্লেখ্য, মে মাসের পর থেকে বিহারে এ নিয়ে তিনজন সাংবাদিককে হত্যা করা হলো।
প্রতিক্ষণ/এডি/শাআ