প্রচন্ড শীতে চট্টগ্রামে ৬০০ জনকে কম্বল বিতরণ

প্রকাশঃ জানুয়ারি ৭, ২০২৩ সময়ঃ ৬:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৮ অপরাহ্ণ

সুজা তালুকদার চট্টগ্রাম থেকে

পুরো দেশজুড়েই চলছে শীতের দাপট। কাঁপছে পুরো দেশের মানুষ। এতো দিন কেবল উত্তর বঙ্গের মানুষ ঠান্ডা বাতাস আর কন কণে শীতে হার মেনেছে। গত কয়েক দিন ধরে বন্দর নগরী চট্টগ্রামেও শীতের দাপট বেড়ে গেছে।

প্রচন্ড শীতে গরম কাপড়ের অভাবে কাঁপছে চট্টগ্রামের নিম্ন আয়ের মানুষ গুলো। মানবিক বিবেচনা করে চট্টগ্রামের “মননে বেগমজান ৯৪তম ব্যাচ” এর পক্ষ থেকে অসহায় দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে আজ।

মুলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে চট্টগ্রাম এর প্রাণ বন্দর ই.পি.জেড এলাকায় গরীব ও দুঃস্থদের মাঝে ৬০০ জনকে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯নং ওয়ার্ড এর বার বার নির্বাচিত সফল কাউন্সিলর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য ও মননে বেগমজান ৯৪ব্যাচ এর আহ্বায়ক হাজী জিয়াউল হক সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন প্রতিটি এলাকার বিত্তবানদের প্রতি আহ্বান করেন এই কাপানো শীতে গরীব ও অসহায় মানুষের মাঝে এগিয়ে আসার জন্য ।

তিনি আরো বলেন আমরা যার যার সামথ্য অনুযায়ী আমরা হাতটা বাডিয়ে দিয়, উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ খাঁন, মোঃ জাবেদ হোসেন, মোঃ কামাল উদ্দীন, হানিফ বাদশা, এরশাদ, মোঃ জামাল, মোঃ হুমায়ন, আব্দুল মজিদ, আলমগীর, ইদ্রিছ, সাইফুল, মেজবাহ, মারুফ, জাহাঙ্গীর, মারুফ, হোসেন, মনির, হেলাল প্রমূখ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G