প্রতিক্ষণের কুবি প্রতিনিধিসহ ৩ সাংবাদিককে কারণ দর্শনোর চিঠি দিয়েছে প্রক্টর
প্রতিক্ষণ ডেস্ক:
অনলাইন নিউজ পোর্টাল প্রতিক্ষণ ডটকমের কমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর সাবিকসহ তিন সাংবাদিককে নিয়মবর্হিভূতভাবে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।একটি প্রতিবেদন প্রকাশের জের ধরে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করতে এমন চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
উল্লেখ্য, গত ৯ আগস্ট প্রক্টরের উপস্থিতিতে শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে মারধর করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।এ নিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘প্রতিক্ষণ ডটকম’সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে সংবাদ প্রকাশিত হয়।
এতে প্রক্টরের ভাবমূর্তি নষ্ট হয়েছে দাবি করে অনলাইন নিউজ পোর্টাল ‘প্রতিক্ষণ ডটকম’ ও ‘দৈনিক যুগান্তরের’ বিশ্বদ্যিালয় প্রতিনিধি তানভীর সাবিক, ‘ দৈনিক ভোরের পাতা’ ও ‘জাগো কুমিল্লা’র প্রতিনিধি নাজমুল সবুজ এবং ‘বিডিটুয়েন্টিফোরটাইমস’ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাইফুর রহমানকে নিয়মবর্হিভূতভাবে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন প্রক্টর।
জানা যায়, ১৩ আগস্ট এ কারণ দর্শানোর চিঠির অনুলিপি তাদের বিভাগে পাঠানোর পর আজ তারা চিঠির বিষয়টি অবগত হয়েছেন।
এ বিষয়ে ‘প্রতিক্ষণ’ এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর সাবিক বলেন,‘ আমাদেরকে অন্যায়ভাবে চিঠি দেয়া হয়েছে।রিপোর্টে আমরা যা লিখেছি তা সম্পূর্ণ সত্য।ঐ ছাত্রকে মারধরের ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সেখানে উপস্থিত ছিলেন এবং কয়েকজন শিক্ষকও তাঁকে সেখানে দেখেছেন। আমাদের দমিয়ে রাখার জন্যই এই ধরনের চিঠি দেয়া হয়েছে।’
মুলত অর্ডিন্যান্স অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরিয়াল বডির চিঠি পাঠানোর কোন এখতিয়ার নেই। তারপরও কিভাবে এ চিঠি দেওয়া হলো এমন প্রশ্নে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘ আপনারা যদি মনে করে এটা আইন বর্হিভূত হয়েছে; তাহলে আপনারা সেটাই লিখে দিন।’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশরাফের মুঠোফোনে যোগাযোগ করে এবং তার কার্যালয়ে গিয়েও কথা বলা সম্ভব হয়নি।
এদিকে সাংবাদিকদের কারণ দর্শানোর চিঠি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্যাম্পাসের সাংবাদিকরা। ঐ প্রতিবেদন সত্য হলেও তিন সাংবাদিককে চিঠি দেওয়া উদ্দেশ্যমূলক দাবি করেছেন সাংবাদিক নেতারা।
এ বিষয়ে সাংবাদিক সমিতির সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ বলেন, ‘প্রতিবেদনে আপত্তি থাকলে সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রতিবাদ জানানোর নিয়ম। সাংবাদিকদের হয়রানি করতে এমন চিঠি দেওয়া হয়েছে।’ অবিলম্ব এ চিঠি প্রত্যাহারের দাবি জানান তিনি।
এর প্রতিবাদে সাংবাদিক সমিতি এক বিবৃতির মাধ্যমে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। বুধবার সন্ধ্যায় সাংবাদিক সমিতির সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়া হয়।
প্রতিক্ষণ/এডি/রন