প্রতিমন্ত্রীর ভাতিজাকে রিমান্ডে চায় পুলিশ

প্রকাশঃ আগস্ট ১৪, ২০১৫ সময়ঃ ৩:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

niloyব্লগার নিলয় নীল হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তার শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা সাদ আল নাহিয়ানসহ দুই জনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। তাদের আদালতে পাঠানো হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নাহিয়ানকে রাজধানীর উত্তরা এবং রানাকে মিরপুর কালশী থেকে আটক করে ডিবি পুলিশ।

এরা দুজনেই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে জানায় পুলিশ। পুলিশের উপকমিশনার মাহবুবুল আলম জানান, আমাদের কাছে কিছু তথ্য রয়েছে, আমরা এদের জিজ্ঞাসাবাদ করে তা যাচাই করব।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র নাহিয়ানকে কয়েকদিন আগে পুলিশ তুলে নিয়েছিল বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল। তবে পুলিশ স্বীকার করেনি। নাহিয়ান ব্লগার আসিফ মহীউদ্দীন হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হয়ে বছর খানেক কারাগারে থেকে জামিনে ছাড়া পান।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G