প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহবান

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

nasokotaআন্দোলনের নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা, ধংসাত্মক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করার জন্য প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি পৃথক পৃথক ভাবে আহবান জানিয়েছে বাংলাদেশ হিন্দু ঐক্যজোট, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সহিংস কর্মকাণ্ড, জ্বালাও পোড়াও,রাজনৈতিক অস্থিরতা নিরসনেরর দাবিতে বাংলাদেশ হিন্দু ঐক্যজোট, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ আয়োজনে পৃথক মানববন্ধনে এ আহবান জানানো হয়।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি বাবুল আক্তার বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখা, শিল্প প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিক সহ সর্বস্তরের মানুষ আজ আতঙ্ক এবং ক্ষতিগ্রস্থ। দেশের উৎপাদন পণ্যে, পরিবহন ক্ষতিগ্রস্থ করে দেশেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া কোন রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না।

বাংলাদেশ হিন্দু ঐক্যজোট চেয়ারম্যান প্রশান্ত কুণ্ড বলেন, আজকে আমারা যে সহিংসতার মধ্যে দিয়ে দিন পার করছি তাতে দেশ না এগিয়ে পিছিয়ে যাচ্ছে। রাস্তায় হাঁটলে বোমা, বাসে উঠলে বোমা কিন্তু তা কেন? কি কারণে আমরা রাজনীতির নামে এসব করছি। এটাই কি আমদের গণতান্ত্রিভাবে ক্ষমতায় আসার রাজনীতি?

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব মোজাফ্ফর হোসেন পল্টু বলেন, অবরোধের নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা বন্ধ করতে ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাংগঠনিক সচিব কে এম শহিদউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক এম দেলোয়ার হোসেন, সদস্য সচিব মঈনউদ্দিন, বাংলাদেশ হিন্দু ঐক্যজোটের মহাসচিব কার্তিক কর্মকার, সংগঠনিক সম্পাদক জয়ন্ত গাঙ্গুলি প্রমুখ।

প্রতিক্ষণ /এডি/মারুফা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G