প্রথমবারের মতো ঢাকায় এলেন শ্রাবন্তী

প্রথম প্রকাশঃ মার্চ ৭, ২০১৬ সময়ঃ ২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৯ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

srabonti

প্রথমবারের মতো ঢালিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শিকারী’ ছবিতে ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে ‌জুটি বাঁধবেন তিনি। এই ছবির মহরতে অংশ নিতে ঢাকায় এসেছেন শ্রাবন্তী।

সোমবার বেলা ১১টায় তিনি ঢাকায় পৌঁছেন।

ঢাকার একটি অভিজাত হোটেলে অবস্থান করছেন তিনি। আজ সন্ধ্যায় সেখানেই ছবির মহরত অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিকতা শেষে কাল সকালেই তার ফিরে যাবার কথা রয়েছে।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানান, শাকিব ও শ্রাবন্তীর ‘শিকারি’ ঢাকার জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করবে কলকাতার এসকে মুভিজ। আগামী ১৪ মার্চ থেকে কলকাতায় ছবিটির শুটিং শুরু হবে। এরপর বাংলাদেশ হয়ে ইউরোপের বিভিন্ন দেশেও এর দৃশ্যধারণ হবে।

বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু আর ভারতের পেলে চ্যাটার্জি ‘শিকারি’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন। আর বাংলাদেশের সীমান্ত ও কলকাতার জয়দেব ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন। ছবিতে শাকিব খান ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করবেন বাংলাদেশের অমিত হাসান, সুব্রত, শিবা সানু এবং কলকাতার সব্যসাচী, লিলি, রাহুল দেব প্রমূখ।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G