‘প্রথম আলোর’ মাফিয়াগিরির মুখে না বলে দেয়া উচিত : ফারুকী
দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলোকে এক হাত নিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ‘প্রথম আলো’ পত্রিকার বিনোদন এবং সংস্কৃতি পাতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এই নির্মাতা।
ফেসবুকের এক পোস্টের মাধ্যমে এই আহবান জানান তিনি। তবে এর কারণ সম্পর্কে এখনো মুখ খুলতে রাজিন নন এই পরিচালক। এর বিস্তারিত কারণ আরো পরে জানাবেন বলেও জানান ফারুকী।
বুধবার রাত ১১.৫৫ মিনিটে তার ফেসবুক পোস্টে মোস্তফা সারয়ার ফারুকী লিখেছেন, ‘প্রথম আলোর বিনোদন এবং সংস্কৃতি পাতার মাফিয়াগিরির বিরুদ্ধে দাঁড়ানো জরুরি।’
এর আগে ফারুকী লিখেছেন, ‘প্রথম আলো বা অন্য কোনো আলো কি লিখলো আর কি লিখলো না, তাতে কিছুই যায় আসে না । কিন্তু যেহেতু এই বিষয়ে অনেক রকম কথা হচ্ছে আমার উত্তরটা আমি দিয়ে রাখি।’
তিনি লিখেছেন, ‘প্রথম আলো অবশ্যই আমাকে ফোন করেছিল। আমি বিনয়ের সঙ্গে বলেছি প্রথম আলোর সাথে আমি এই মুহূর্তে কথা বলতে চাই না। কখনো সময় সুযোগ হলে মতিউর রহমান সাহেবের কাছে আমার অভিযোগগুলো করবো। তারপর যদি দেখি তিনি ব্যবস্থা নেন তাহলে কথা হবে আবার। যদিও জানি আমি কথা না বললে প্রথম আলোর কিছু যায় আসে না। তেমনি এটাও লাউড এন্ড ক্লিয়ার বলা দরকার আমারো কিছু যায় আসে না। কিন্তু সকল প্রকার মাফিয়াগিরির মুখে না বলে দেয়া উচিত । তাই বলেছি “না”!’
প্রতিক্ষণ/এডি/শাআ