প্রথম কোয়ার্টার ফাইনাল : আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৪, ২০২২ সময়ঃ ২:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৫ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপের নকআউট পর্বে ৪ দলের হিসেব আজ শেষ হলো। এ গ্রুপের সেরা দল নেদারল্যান্ডসের বিপক্ষে বি গ্রুপের দ্বিতীয় দল আমেরিকা মুখোমুখি হয়। তাতে নেদারল্যান্ড ২-০ গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে।

অপর দিকে সি গ্রুপের প্রথম দল আর্জেন্টিনা খেলেছে গ্রুপ ডি এর দ্বিতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে। মেসির আর্জেন্টিনা ২-১ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

এই দুই ম্যাচে জয়ী দুই দল আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে ১০ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায়। এর মানে ফিফার র‌্যাঙ্কিংয়ে ৩ নম্বর দল আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। নেদারল্যান্ড ফিফার তালিকায় ৮ নম্বর দল। তাই ম্যাচটি সহজেই জিতে যাবে এটা খোদ মেসিও হয়তো বিশ্বাস করেন না।

বিশ্বকাপের আসরে পরিসংখ্যানে অবশ্যই এগিয়ে আর্জেন্টিনা। কারণ ১৯৩০ সালে ফিফা প্রথম বিশ্বকাপে অংশ নেয়া আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষে ফাইনালে হেরেছিল। এরপর লম্বা বিরতি দিয়ে ১৯৭৮ সালে প্রথম আর শিরোপা জিতেছে নেদারল্যান্ডস বিপক্ষে ৩-১ ব্যবধানে। আর ১৯৮৬ সালে দ্বিতীয় শিরোপা জিতেছে ৩-২ গোল পশ্চিম জার্মানির বিপক্ষে।

অপর দিকে নেদারল্যান্ডস বিশ্বকাপের ফাইনালে তিন বার খেলেছে। তিন বারই হেরেছে, ১৯৭৪ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে ২-১ ব্যবধানে, ১৯৭৮ সালে আর্জেন্টিনার বিপক্ষে ৩-১ আর ২০১০ সালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল। সেই পরিসংখ্যান বলছে নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে আর্জেন্টিনা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G