প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে না আমেরিকা!
শারমিন আকতার:
যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো নারী প্রেসিডেন্ট অতীতে ছিল না। তবে না থাকলেও হওয়ার যে সম্ভাবনা ছিল, তাও এখন আর দেখা যাচ্ছে না্। যদি প্রশ্ন করা হয় কেন, তাহলে খুব স্বচ্ছ কোনো জবাব দেওয়া বেশ কঠিন। মিডিয়ার বদৌলতে জানা যায়, প্রায় অনেক মানুষই প্রথম নারী প্রেসিডেন্ট দেখার পক্ষে।
বিশেষ করে নারী ভোটাররাতো বলেই দিলেন, একজন নারী হিসেবে তারা ভীত, আতঙ্কিত ট্র্যাম্পের জয়ের সম্ভাবনা দেখে। আবার প্রবাসী বাংলাদেশীরা বলছেন, তাদের মতে হিলারী হলে মুসলিম প্রবাসীদের জন্য ভালো হবে। কারণ হিলারীর এখনও পর্যন্ত কোনো উগ্রবাদিতা দেখা যায়নি; অন্যদিকে ব্যবসায়ী ট্যাম্প জয়ের আগেই হুমকি দিয়ে যাচ্ছে অভিবাসী মুসলিমদের এবং ভিন্ন বর্ণের জনসাধারণকে।
তবে সবকিছু ছাপিয়ে এ মুহূর্তে ট্র্যাম্প এগিয়ে। জনপ্রিয়তার শীর্ষে থাকলেও হিলারীর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা কমে আসছে, যত ভোট গণনা বাড়ছে। তাহলে উদ্ধত ট্যাম্প-ই হতে যাচ্ছে পরবর্তী প্রেসিডেন্ট?
প্রতিক্ষণ/এডি/শাআ