প্রধানমন্ত্রীকে কোর্টের দিকে ঠেলে দেয়া হচ্ছে: সুরঞ্জিত

প্রকাশঃ জুলাই ৩, ২০১৫ সময়ঃ ৩:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেক :

surojitদলীয় লোকদের বাধার কারণে ব্যাংক জালিয়াতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না’ সংসদে অর্থমন্ত্রীর এমন মন্তব্য উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, ‘এটা বারণ কেন। উনি প্রধানমন্ত্রীর সামনে এ কথা বলে, বল কিন্তু প্রধানমন্ত্রীকে কোর্টের দিকেই ঠেলে দিয়েছেন। কারণ দেশের কাছে, দলের কাছে একমাত্র অপরিহার্য হল শেখ হাসিনা।

দেশের অগ্রগতির পথে বাধা দেওয়ার জন্য, যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে আপনাকে (শেখ হাসিনা) ব্যবস্থা নিতেই হবে। কারণ দেশের মানুষের আশা-ভরসার একটাই আশ্রয়স্থল শেখ হাসিনা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে সুরঞ্জিত বলেছেন `উনি (খালেদা জিয়া) তো অনেক কথাই বলছেন। সরকার নির্বাচন দিতে ভয় পায়,পালিয়ে গিয়ে লুকাবারও জায়গা পাবে না। কিন্তু উনি তো নিজেই নির্বাচন করতে ভয় পান। নির্বাচন এলে পালিয়ে বেড়ান।’

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি)’তে আওয়ামী তরুণ লীগ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, ‘উনি (খালেদা) আগে মনস্থির করুক উগ্রবাদী-জঙ্গিবাদী রাজনীতি করবেন, না গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করবেন। আর গণতান্ত্রিক পথে রাজনীতি করতে গেলে উনাকে আগে উগ্রবাদী জামায়াত পরিত্যাগ করতে হবে।’

এ সময় নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত হয়েছে বিশ্বব্যাংকের এমন স্বীকৃতিতে বিস্ময় প্রকাশ করেন প্রবীণ এই রাজনীতিক।

তিনি বলেন, ‘আমরা জানতাম না যে,ওরা (বিশ্বব্যাংক) এ কথা বলতে পারবে। যারা পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তুলে টাকা ফেরত নিল। তারা এই স্বীকৃতি দিল। আসলে কেউ কিছু অর্জন করলে অর্জন স্বীকার করতে হয়। এর পেছনে যিনি রয়েছেন, যিনি নিরলস-অবিচলভাবে কাজ করে যাচ্ছেন তিনি আর কেউ না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর একক কৃতিত্ব তাঁর।’

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G