প্রধানমন্ত্রীর কাছে রিজভীর প্রশ্ন

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৫:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেক্স, প্রতিক্ষণ ডটকম

রিজভীবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খুনী আখ্যায়িত করে তাকে বিচারের মুখোমুখি করার যে হুমকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ দুপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে রিজভী আহমেদ বলেন, ‘বিএনপির সদর দপ্তর তালাবদ্ধ রেখে প্রতিদিন বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে, প্রতিদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাদা পোষাকধারীরা তথাকথিত বন্দুকযুদ্ধের নামে কোনো না কোনো মায়ের বুক খালি করছে, এসব পৈশাচিক ও মানবতাবিরোধী অপকর্মগুলো কার নির্দেশে তামিল করা হচ্ছে?’

রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার নিজ কার্যালয়ে ইট, বালি ও কাঠের ট্রাকসহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে অবরুদ্ধ করে রাখার পরও বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হয়নি মর্মে প্রধানমন্ত্রী জাতির সামনে মিথ্যাচার করেছেন। “সারাদেশে অবরোধ কর্মসূচি দিয়ে খালেদা জিয়া মানুষ হত্যা করছেন, তাকে বিচারের মুখোমুখি করা হবে” বলে যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তাতে জাতির কাছে আরেকটি মিথ্যাচারের অবতারণা করলেন প্রধানমন্ত্রী।’

রিজভী আহমেদ বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ রেখে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও সিনিয়র নেতাদেরসহ সারাদেশে হাজার হাজার নেতাকর্মীকে কারান্তরীণ করে বর্তমান অবৈধ সরকার গায়ের জোরে দেশটাকে দখলে রেখে ভয়াবহ দুঃশাসন চালিয়ে যাচ্ছে। গায়ের জোরে ক্ষমতা দখল করে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন নিপীড়ন চালাতে একদলীয় রাষ্ট্রব্যবস্থা কায়েম করার মাধ্যমে পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করে বিরোধী দলের ওপর দোষ চাপানো হচ্ছে। আর এ ক্ষেত্রে গণমাধ্যমগুলোকে কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করছে সরকার।’

তিনি বলেন, ‘এই সরকার যে ভয়ঙ্কর গণদুশমন তার আরও একটি প্রমান হলো-কথিত বন্দুকযুদ্ধে বিএনপি নেতাকর্মীদেরকে হত্যার জন্য পুলিশকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সমর্থন দেয়া। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেনো হিটলারের সহযোগী নাৎসী আইকম্যানের ভূমিকা পালন করছেন। আদিম শিকারীরা যেমন শিকারকে বধ করার পর বন্য উল্লাসে মেতে উঠে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য সেই উল্লাসেরই প্রতিধ্বনি। এ ধরনের মানবতাবিরোধী বক্তব্য কেবলমাত্র বেআইনী অবৈধ সরকারের সদস্যদেরই সাজে।’

জনগণের ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচিসহ ২০ দলীয় জোটের আজ থেকে শুরু হওয়া ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে হরতাল কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানান রুহুল কবির রিজভী।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G