প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ড সফর বাতিল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৩:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্র্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

শেখ-হাসিনা-1দেশের চলমান রাজনৈতিক সংকটের কারণে বাতিল করা হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউজিল্যান্ড সফর। মার্চের ১১ তারিখে প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ড সফর করার কথা ছিল। প্রস্তুতি চলাকালীন সময়ে হঠাৎ করেই তা রোববার (২২ ফেব্রুয়ারি) বাতিল করা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, কোন কারণ উল্লেখ না করেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে ওই সফরের সকল কার্যক্রম বাতিল করা হয়েছে। আদেশে বলা হয়েছে ‘বর্তমান পরিস্থিতিতে’ প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড যাচ্ছেন না। তাই সফরের সকল প্রস্তুতিমূলক কার্যক্রম বাতিল করার জন্য বলা হয়।

বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে জাতিসংঘ, ইউরোপিয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, কানাডাসহ সকল দেশের ঢাকাস্থ কূটনীতিকরা উদ্বিগ্ন। সবাই সংকট নিরসনে সরকারকে আলোচনা করার জন্য বলছে। কিন্তু তাতেও কমছে না দেশের রাজনৈতিক উত্তাপ। কিন্তু সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সবকিছু স্বাভাবিক রয়েছে।

এমন অবস্থায় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর বাতিল করায় সরকার যে অনেক চাপের মধ্যে আছে বলে মনে করছেন দেশীয় ও আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকরা।

প্রতিক্ষণ/এডি/ইমরান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G