প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইবেন সালাহ উদ্দিনের স্ত্রী
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিগগিরই আবেদন করবেন বলে জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
হাসিনা আহমেদ বলেন, আমার স্বামী আজ ৮ দিন ধরে নিখোঁজ। আমরা অস্বস্তিকর অবস্থায় এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করছি। তিনি কোথায় আছেন, কেমন আছেন কিছুই আমাদের জানা নেই।
আমার সন্তানেরা তাদের বাবাকে ফিরে পেতে চায়। আমার স্বামীকে ফিরে পেতে খুব শিগগিরই আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো।
তিনি বলেন, আমার স্বামী যদি কোন অন্যায় করে থাকে তাহলে তাকে জনসম্মুখে অথবা আদালতে হাজির করা হোক। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখনও তাকে ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করছেন।
এদিকে সালাহউদ্দিন আহমেদের পরিবারের সঙ্গে সাক্ষাত করেন ইউনিভার্সিটি টিচারর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর সভাপতি অধ্যাপক আফম ইউসুফ হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এসময় তারা পরিবারের সদস্যদের সান্তনা দেন।
পরে উপস্থিত সাংবাদিকদের আ ফ ম ইউসূফ হায়দার বলেন, এভাবে একজন মানুষকে উঠিয়ে নিয়ে যাওয়া মোটেও কাম্য নয়। একটি সভ্য সমাজে এ ধরনের ঘটনা কোন ভাবেই মেনে নেয়া যায় না, এতে আমরা স্তম্ভিত। তাই সরকারের প্রতি অবিলম্বে তাকে খুঁজে বের করার আহবান জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১১ মার্চ বুধবার বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা সালাহউদ্দিন আহমেদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এছাড়া বিএনপিও অভিযোগ করেছে পুলিশ, ডিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাউদ্দিন আহমদকে উঠিয়ে নিয়ে গেছে।
এদিকে গত বৃহস্পতিবার সালাহউদ্দিনকে খুজে বের করে আদালতে কেন হাজির করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
সালাহউদ্দিনকে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে তার স্ত্রীর করা একটি ফৌজদারি আবেদনের প্রেক্ষিতে এই রুল জারি করা হয়।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কেউই সালাহউদ্দিন আহমদকে গ্রেফতারের কথা স্বীকার করেনি। এমনকি তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি মর্মে হাইকোর্টে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিবেদন দাখিল করেছে।
প্রতিক্ষণ/এডি/শাপলা