প্রধানমন্ত্রী ম্যালকমের ‘কৃপণতা’ নিয়ে বিতর্ক
প্রতিক্ষণ ডেস্কঃ
মেলবোর্নের রাস্তায় এক ভিক্ষুককে মাত্র পাঁচ ডলার দান করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। বিষয়টি সামাজিক মাধ্যমে বেশ বিতর্কের সৃষ্টি করেছে। অনেকেই তাকে একজন কৃপণ মানুষ হিসেবে দেখেছেন। খবর বিবিসির।
অর্থনীতি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দিতে যাওয়ার পথে এক ভিক্ষুককে দেখতে পেয়ে দাঁড়িয়ে তার সঙ্গে হাত মেলান। ভিক্ষুকের সামনে রাখা কফির কাপে পাঁচ ডলার দান করেন। কিন্তু উদারতা দেখানোর এই সাধারণ কাজ ঘিরে অল্পসময়ের মধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা।
ম্যালকম টার্নবুলের এই উদারতা দেখানোকে ঘিরে অল্পসময়ের মধ্যেই সামাজিকমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চলে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সমালোচনা।
সমালোচকদের অনেকেই ম্যালকম টার্নবুলকে ‘একজন কৃপণ মানুষ’ হিসেবে দেখছেন। তাঁদের মতে, টার্নবুল নিজে বিত্তশালী। কিন্তু এভাবে মাত্র পাঁচ ডলার দান করায় তাঁর কৃপণতাই প্রকাশ পেয়েছে।
তবে কেউ কেউ তাকে সমর্থনও করেছেন। টুইটারে একজন লিখেছেন, আমি তাকে দেখছি এমনভাবে যিনি কাউকে দান করেছেন। টার্নবুল একটি রেডিওতে তার প্রতিক্রিয়ায় বলেন, ভিক্ষারত লোকটিকে দেখে তিনি কষ্ট অনুভব করেছিলেন এবং এটা ছিল তার প্রতি মানবিক প্রতিক্রিয়া।
অস্ট্রেলিয়ার ডেইলি মেইল পত্রিকায় তাকে একজন কৃপণ ব্যক্তি হিসেবে অভিহিত করা হয়েছে। মেলবোর্নের লর্ড মেয়র রবার্ট ডোয়েল বলেছেন, এভাবে ভিক্ষুকদের সাহায্য দেওয়া হলে তাদের মাদক সেবনের প্রবণতা দেখা দেয় এবং এর ফলে দারিদ্রতা আরো বেড়ে যায়।
এর বদলে টার্নবুল কোনো দাতব্য সংস্থাকে অর্থ দিতে পারতেন বলেও তিনি মন্তব্য করেন। অনেকে আবার মনে করেন, ক্যামেরার সামনে নিজের উদারতা দেখানোর জন্য লোক দেখানো দান করেছেন প্রধানমন্ত্রী।
প্রতিক্ষণ/এডি/আরএম