প্রধান বিচারপতির সঙ্গে একমত পোষণ আইনমন্ত্রীর

প্রকাশঃ মে ৪, ২০১৭ সময়ঃ ১:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

‘বিচার বিভাগের সঙ্গে সরকারের কোনো বিরোধ নেই’ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট কনভেনশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকরা মন্ত্রীর কাছে প্রধান বিচারপতির সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রধান বিচারপতির বক্তব্যে আমি একমত। গতকাল প্রধান বিচারপতি নিজেই পরিষ্কার করেছেন যে, বিচার বিভাগের সঙ্গে সরকারের কোনো বিরোধ এবং দূরত্ব নেই।

এর আগে বুধবার বগুড়ায় এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছিলেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আমি অনেক আশা নিয়ে বিচার বিভাগকে ডিজিটালাইজড করে ঢেলে সাজানোর চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সরকারের মধ্য থেকেই প্রতিবন্ধকতা ও বাধা আসছে।

প্রধান বিচারপতি বলেন, যেখানে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলছেন, সেখানে আইন মন্ত্রণালয় চিঠি দিয়ে বলছে সেটা সম্ভব নয়। তিনি প্রশ্ন তোলেন কিন্তু কেন? প্রধানমন্ত্রীকেও ভুল বোঝানো হচ্ছে। পদে পদে বাধা দিয়ে বিচার বিভাগকে ভাঙার চেষ্টা করা হচ্ছে।

আইনমন্ত্রী বলেন, ১০০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে লায়ন্স ক্লাব। ১.৪ মিলিয়ন মানুষ এ ক্লাবের সঙ্গে জড়িত। এ ক্লাবের সকল সদস্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। ১৭ হাজার লায়ন্স সদস্য সারা দেশে দারিদ্র্য বিমোচনে ও সেবামূলক কাজ করছেন।

ডিস্ট্রিক্ট গভর্নর কল্পনা রাজিউদ্দিনের সভাপতিত্বে কনভেনশনে লায়ন্স সদস্যদের শপথবাক্য পাঠ করান ইঞ্জিনিয়ার আনিসুল রহমান। স্বাগত বক্তব্য দেন ওয়াহিদুল হাসান। উপস্থিত ছিলেন এ কে এম রেজাউল হক, কাজী একরামুদ্দিন আহমদ, স্বদেশ রঞ্জন সাহা, নাজমুল হক, মোসলেম আলী খান, শেখ কবির হোসেইন, ফজলে কাদের মকুল প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G