প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৩ শতাংশ রেমিট্যান্সে
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
চলতি অর্থ বছরের প্রথম আট মাসে রেমিট্যান্স প্রবাহ প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯২০ কোটি ৬৫ লাখ ডলার।
অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৯৯০ কোটি ৯০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ৩৭ কোটি ৫২ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে।
আর বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এক কোটি ৫৬ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোতে ৭৭ কোটি ৩১ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এক কোটি ৪৬ লাখ ডলার দেশে আসে।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হিসাবে দেখা যায়, গত আট মাসের মধ্যে প্রথম মাস জুলাইয়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে। এর পরিমাণ ১৪৯ কোটি ২৪ লাখ ডলার।
এরমধ্যে সবচেয়ে কম এসেছে অক্টোবর মাসে। এর পরিমাণ ১০১ কোটি ৮০ লাখ ডলার।
প্রতিক্ষণ/এডি/সাবিহা