প্রযুক্তি খাতের উন্নয়নে বেসিসের নতুন উদ্যোগ

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৮:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৫ অপরাহ্ণ

r27ঢাকা: পুস্তকলব্ধ জ্ঞানার্জনের সঙ্গে কর্মক্ষেত্রের পদ্ধতির মিল প্রায় সময়ই থাকে না। ফলে কর্মক্ষেত্রে এসেসদ্য পাস করা শিক্ষার্থীদের হোঁচট খেতে হয় । প্রযুক্তি খাতেও এ সমস্য বিদ্যমান। এ সমস্য দূর করে দেশে প্রথমবারের মতো প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরিতে এগিয়ে আসছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এর্‌ই অংশ হিসেবে দেশের সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হচ্ছে বেসিস স্টুডেন্টস ফোরাম।

শনিবার বেসিস অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফোরাম গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন বেসিস সভাপতি শামীম আহসান।

শামীম আহসান বলেন, ‘তথ্যপ্রযুক্তি সেক্টরের জন্য দক্ষ ও পর্যাপ্ত জনশক্তি তৈরিই এই ফোরামের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। এছাড়া তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ তথ্যপ্রযুক্তি বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা অন্যতম লক্ষ্য রয়েছে। বেসিস স্টুডেন্টস ফোরাম তথ্যপ্রযুক্তি সেক্টরের বাস্তব পরিস্থিতির সঙ্গে সরাসরি পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ করে তোলার নানা উদ্যোগ নেবে। শিক্ষার্থীরা প্রযুক্তি জ্ঞান ও প্রযুক্তি অর্থনীতির মূল স্রোতে থেকে দীর্ঘমেয়াদী অভিজ্ঞতার রসদও পাবেন এখানে।’

বেসিস পরিচালক ও বেসিস স্টুডেন্টস ফোরামের আহ্বায়ক আরিফুল হাসান অপু বলেন, ‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ফোরামের কাঠামো হবে একজন মেন্টর, একজন অর্গানাইজার ও ২ জন ছাত্রীসহ ৭ জন নির্বাহী সদস্য। এছাড়া তথ্যপ্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, তথ্যপ্রযুক্তির বিভিন্ন কার্যক্রমে সংযুক্ত শিক্ষার্থীসহ তথ্যপ্রযুক্তিতে উৎসাহ আছে এমন শিক্ষার্থীরাও এই ফোরামের সঙ্গে যুক্ত হতে পারবেন।’

অনুষ্ঠানে জানানো হয়, ইতোমধ্যেই বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বেসিস স্টুডেন্টস ফোরাম গঠিত হয়েছে। এছাড়া দেশের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে ফোরাম গঠনের কার্যক্রম চলছে। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে বেসিস স্টুডেন্টস ফোরাম গঠনের উদ্যোগ নেয়া হলেও আগামীতে কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউটগুলোসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে এই ফোরাম গঠন করা হবে।

বেসিসের ওয়েবসাইট ও ফোরামের  ফেসবুক পাতা থেকে এ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আগ্রহীরা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ ও মহাসচিব উত্তম কুমার পাল। উপস্থিত ছিলেন- বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ, বেসিস নির্বাহী পরিচালক সামি আহমেদ, পরিচালক সানি মো. আশরাফ খান ও সামিরা জুবেরি হিমিকা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G