প্রযুক্তি নির্ভর জাতি চাই

প্রথম প্রকাশঃ জুন ১৬, ২০১৫ সময়ঃ ৮:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৪ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

Ruetবিশ্বে শ্রমিক নয় তথ্য-প্রযুক্তি নির্ভর জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই। তরুণ প্রজন্মকে জ্ঞান সম্পন্ন করে বিশ্বকে দেখাতে চাই আমরা শ্রমিক নই, আমরা মেধাবী ও প্রযুক্তি নির্ভর জাতি।

মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে তথ্য-প্রযুক্তি বিষয়ে উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে মোবাইল অ্যাপ্লিকেশন বুটক্যাম্প অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে ১২টি আইসিটির মধ্যে রাজশাহীতে ৪৭ একর জমির ওপর একটি আইসিটি নির্মাণ করা হবে যাতে এ অঞ্চলের ছাত্র-ছাত্রীরা তথ্য-প্রযুক্তি খাতে উন্নয়ন করতে পারে। বাংলাদেশ সরকারের প্রতিটি তরুণ-তরুণী তাদের আইডিয়াকে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারে সেজন্য বাংলাদেশ সরকার চেষ্টা করে যাচ্ছে।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G