প্রযুক্তি সম্পন্ন বিশ্বের প্রথম স্মার্ট শার্ট

প্রকাশঃ আগস্ট ২২, ২০১৬ সময়ঃ ৬:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

smart-

প্রযুক্তি ব্যবহারে গবেষকদের গবেষনা যেনো কোনো ভাবেই থেমে নেই। প্রযুক্তির ছোঁয়ায় নিত্য নতুন জিনিস আবিষ্কারে তারা ক্রমাগত সফল হচেছন। তেমনি অ্যারো নামের একটি প্রতিষ্ঠান এবার তৈরি করলো একটি স্মার্ট শার্ট। আপনার মনে চিন্তা এসেছে নিশ্চয়, প্রযুক্তি মাধ্যমে স্মার্ট শার্ট কি করে বানানো যায়?

সম্প্রতি আ্যারো নামের প্রতিষ্ঠানটির তৈরিকৃত স্মার্ট শার্ট পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যের নতুন এক দিগন্তের উন্মোচন করলো। এই শার্টে কতকগুলো শটৃকার্ট অপশন ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে ব্যবহারকারী খুব সহজেই তার কমান্ড গুলো শার্টের হাতার মাধ্যমে দিতে পারবে।

smart sss

স্মার্ট শার্টটির উদ্ভাবনকারী প্রতিষ্ঠান অ্যারো জানিয়েছে, এই শার্টটি স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে। এছাড়াও শার্টটির হাতায় অনেকগুলো ফিচার আছে। যা দিয়ে স্মার্টফোনের নিয়ন্ত্রণ নেয়া যাবে। অথাৎ স্মার্টফোনের কমান্ড দেয়া যাবে শার্টের হাতা দিয়েই।

 

শার্টটির সঙ্গে স্মার্টফোন সংযুক্ত করার জন্য এতে আছে অ্যারো মোবাইল অ্যাপ। যা কাজ করবে অ্যানড্রয়েডে সিস্টেমে। শার্টটির কফে রক্ষিত আছে এনএফসি চিপস। এই চিপস ফোনের সঙ্গে শার্টটিকে সংযুক্ত করবে।

 

গ্রাহক বান্ধব এই শার্টটি শিগগিরই বাজারে পাওয়া যাবে।নির্মাতা প্রতিষ্ঠান মনে করছেন, নতুন এই  আরামদায়ক কাপড়ে তৈরি শার্ট পরে সকলেরই বেশ স্বাচ্ছন্দ্য অনুভব হবে।

 

প্রতিক্ষণ/এডি/রাসিব

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G