প্রশান্ত মহাসাগরে ‘তিন হারিকেন’

প্রকাশঃ আগস্ট ৩১, ২০১৫ সময়ঃ ৩:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

hkrn

বলতে গেলে ইতিহাসে প্রথমবার এমন ঘটনার জন্ম দিল প্রশান্ত মহাসাগর। কারণ, কিলো, ইগনাসিও এবং জাইমিনা নামে তিনটি হারিকেন উৎপন্ন হয়েছে মহাসাগরটিতে। প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দু’টি হারিকেন উৎপন্ন হওয়ার ঘটনা ইতিহাস বহুবার হয়েছে। দু’টিই শক্তিশালী হওয়ার ঘটনাও বিরল।

গতকাল রোববার সর্বশেষ পাওয়া উপগ্রহ চিত্রে দেখা যায়, এগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়টি ‘জাইমিনা’। ইতোমধ্যে ক্যাটাগরি ৪ হারিকেনে রুপান্তরিত হওয়া ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৫ মাইল।

তবে ঝড়টি এখনও শক্তি বাড়াচ্ছে বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার। সেক্ষেত্রে এটি ক্যাটাগরি ৫ হারিকেনে রুপান্তরিত হবে, শিগগিরই এর বাতাসে গতিবেগ হবে ১৫৭ মাইল। রোববার বিকেলে হাওয়াই থেকে এক হাজার ৬৩০ মাইল দূরে অবস্থান করছিল জাইমিনা।

তবে উপকূলের কাছাকাছি চলে আসলেও এখন পর্যন্ত আঘাত হানেনি হারিকেন ‘ইগনাসিও’। ক্যাটাগরি ৩ হারিকেনটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫ মাইল। রোববার বিকেলে এটি হাওয়াই থেকে ৪০০ মাইল পূর্বে অবস্থান করছিল। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাত নাগাদ এটি দুর্বল হয়ে মৌসুমি ঝড়ে পরিণত হবে।

অপরদিকে হারিকেন ‘কিলো’ এখনও শক্তি সঞ্চয় করছে। রোববার বিকেল পর্যন্ত এটি জনস্টন দ্বীপ থেকে ৫৯৫ মাইল পশ্চিম-উত্তরপশ্চিমে অবস্থান করছিল। যা ঘণ্টায় ৮ মাইল বেগে এগুচ্ছে।

শেষ তথ্যানুযায়ী, ‘কিলো’ ক্যাটাগরি ৩ হারিকেনে রুপান্তরিত হয়েছে, যার বাতাসে গতিবেগ ঘণ্টায় ১২৫ মাইল। তবে এটি ভূখণ্ডে আঘাত হানার সম্ভাবনা নেই। আগামী দু’দিনে এটি দুর্বল হয়ে পড়বে।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G