প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিলেন: গণপূর্ত মন্ত্রী

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৯:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

CTG_bg_745770685এসএসসি পরীক্ষা চলাকালিন সময়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

শুক্রবার সকালে মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি প্রশাসনকে এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন,‘পরীক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। পরীক্ষা চলাকালিন সময় কোন গোষ্ঠী যাতে নাশকতা সৃষ্টি করে শিক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দরকার হলে  প্রশাসনকে কঠোর হতে হবে।’
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী অলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, জোরারগঞ্জ থানার ওসি লিয়াকত আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিন ১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে এসএসসিতে ১০ জন এবং দাখিল পরীক্ষায় ৫ জন।

 

প্রতিক্ষণ/এডি/কামরুল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G