প্রস্তাবিত বাজেটে হতাশ দোকান মালিকরা
প্রতিক্ষণ ডেস্ক:
সংসদে অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট দোকান মালিকদের হতাশ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি মহাসচিব মো. শাহ আলম খন্দকার ।
বিরাজমান ব্যবসায়িক পরিস্থিতির ওপর এক সংবাদ সম্মেলনে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে তিনি এ কথা বলেন।
শাহ আলম খন্দকার বলেন, ‘২০১৫ সালের শুরু থেকে দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে বিধায় চলতি মৌসুমে ভালো ব্যবসা হবে। দোকান মালিকদের প্রস্তুতি গ্রহণের সময় অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট উপস্থাপন করার কারনে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উৎসাহ উদ্দীপনায় ব্যাঘাত ঘটেছে।
তিনি আরও বলেন, ‘বাজেটে প্যাকেজ ভ্যাট বাড়িয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নাজেহাল অবস্থায় ফেলে দেওয়া হয়েছে।প্রস্তাবিত বাজেটে ৩০ লাখ টাকা বার্ষিক টার্নওভার পর্যন্ত ভ্যাট অব্যাহতির বিধান করার পরেও সেখানে প্যাকেজ ভ্যাট বাড়ানোর কোন গ্রহণযোগ্যতা নেই।
প্যাকেজ ভ্যাট ২০১৪-১৫ অর্থবছরের মতো অব্যাহত রাখা এবং স্থান ও স্থাপনার মূসক থেকে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি।
প্রতিক্ষণ/এডি/জুয়েল