‘প্রস্তুত হও’- ট্রাম্প, প্রেসিডেন্ট পদে লড়বেন

প্রকাশঃ নভেম্বর ৫, ২০২২ সময়ঃ ১১:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

‘আমি খুব, খুব, খুব সম্ভবত নির্বাচন আবার করব,’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে আইওয়াতে সমর্থকদের এ ঘোষণা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এই মাসে ২০৪ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তার প্রার্থিতা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। প্রাক্তন রাষ্ট্রপতি আবার হোয়াইট হাউস-এ পা রাখার অভিপ্রায় নিশ্চিত করার পর বেশ কয়েকটি মিডিয়া এ খবর প্রচার করেছে।

বৃহস্পতিবার রাতে আইওয়াতে এক সমাবেশে বক্তৃতায় ট্রাম্প দৃঢ়ভাবে ঘোষণা দেন যে তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন। বলেন, “আমাদের দেশকে সফল এবং নিরাপদ এবং গৌরবময় করার জন্য, আমি খুব, খুব, খুব সম্ভবত নির্বাচন আবার করব। প্রস্তুত হও, আমি তোমাকে এইটুকুই বলছি। খুব তাড়াতাড়ি রেডি হয়ে নাও।”

বৃহস্পতিবার, অ্যাক্সিওস, সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প প্রচারাভিযানের একটি আনুষ্ঠানিক ঘোষণা ১৪ নভেম্বরের প্রথম দিকে আসতে পারে।

দেশটি গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের দিকে যাচ্ছে যা কংগ্রেসের ভাগ্য নির্ধারণ করবে। প্রাক্তন রিপাবলিকান রাষ্ট্রপতি ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবি করে চলেছেন। যদিও তিনি রাষ্ট্রপতি জো বাইডেনের কাছে হেরেছেন।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G