প্রস্তুত ২৭০ প্লাটুন বিজিবি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৯:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্র্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

1423807209রাজধানী ঢাকাসহ সারা দেশে ২৭০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। বিশ দলীয় জোটের হরতাল-অবরোধ ও নাশকতা রোধেই বিজিবি মোতায়েন করা হচ্ছে বলে জানা গেছে। প্রয়োজন হলে জরুরি ভিত্তিতে আরও ৭০ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মুহসীন রেজা এসব তথ্য জানান। মুহসনি রেজা জানান, অবরোধ-হরতালে নাশকতারোধে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শুধু রাজধানীর নিরাপত্তার স্বার্থে সোমবার ভোর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে।

এছাড়া ঢাকার বাইরে ভোর থেকেই মোতায়েন করা হবে ২শ’ ৬৪ প্লাটুন বিজিবি। এর মধ্যে মহাসড়কে চলাচলরত যানবাহনে নিরাপত্তার জন্য  ১১৪ প্লাটুন এবং বিভিন্ন স্থানে অন্যান্য নাশকতা এড়াতে দায়িত্ব পালন করবে ১শ’ ৫০ প্লাটুন। সারা দেশে জরুরি ভিত্তিতে মোতায়েনের জন্য ৭০ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। সবকটি প্লাটুন আগামী ২৪ ঘণ্টার জন্য দায়িত্ব পালন করবে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত শুধু রাজধানীতে ১৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

 

 

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G