প্রাণ নেই তবুও প্রাণবন্ত
প্রতিক্ষণ ডেস্ক
জড় বস্তু, কিন্তু দেখলে মনে হবে যেন, চলার চেষ্টায় মত্ত তারা। এই বুঝি ছুটে যাচ্ছে কারো দিকে। কিন্তু তারা কি করে ছুটবে? ভেতরে তো প্রাণ নেই! কিন্তু শিল্পীর হাতের জাদুতে এই জড় বস্তুগুলোই হয়ে উঠেছে প্রাণবন্ত। এ যেন শিল্পের কারখানা।
পৃথিবীর জন্মলগ্ন থেকেই প্রাকৃতিক উপাদান দিয়েই মানুষের ব্যবহার উপযোগী বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়। আধুনিক যুগেও
নিত্য নতুন কত কিছুই তো তৈরি হচ্ছে। তা হতে পারে ব্যবহার্য আবার হতে পারে দর্শনীয়। কোন স্থানে তা অকেজো আবার কোন স্থানে সহায়ক উপাদান। চলুন দেখি খড়কে কীভাবে দর্শনীয় উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে।
ফসলি জমির ধান কাটা হলে তা থেকে ধান ছাড়ানোর পর, যে খড় বের হয় আমরা সেটাকে অকেজোই মনে করি।যদিও গ্রামের মানুষ
আজও খড়কে জ্বালানি হিসেবে ব্যবহার করে। আবার প্রত্যন্ত গ্রামগুলোতে মাটির ঘরের চালা হিসেবেও ব্যবহার করা হয় এই খড়কে। এ
তো গেল আমাদের দেশের কথা। কিন্তু বহির্বিশ্বের মানুষ এই অকেজো উপাদানকেই রূপ দিয়েছে শৈলপিক আদলে ।
সম্প্রতি চীনের উত্তরপূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের প্যানজিন শহরে আয়োজন করা হয়েছিল খড় শিল্প উৎসব-২০১৫ । ১১৩৩ বর্গ
কিলোমিটারের একটি ধানের জমিতে প্রথমবারের মতো এই উৎসবের আয়োজন করা হয়। প্রায় সব ধরনের ফসলের খড় দিয়ে বিভিন্ন আকৃতির মাছ, প্রাণি, গাড়িসহ বিভিন্ন স্থাপত্যের প্রদর্শন হয় ওই উৎসবে।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি