প্রার্থীদের ভোট বর্জনের ঘোষণা

প্রকাশঃ ডিসেম্বর ৩০, ২০১৫ সময়ঃ ১০:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

eleপৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগে এ পর্যন্ত নির্বাচন বর্জন করেছেন ২১ জন প্রার্থী। এদের মধ্যে রয়েছেন বিএনপি, জাতীয় পার্টি, স্বতন্ত্র এবং আওয়ামী লীগের প্রার্থী।

বরগুনা পৌরসভার আ. লীগ প্রার্থী কামরুল হাসান মহারাজ, লক্ষীপুরের রায়পুরের বিএনপি প্রার্থী এবিএম জিলানি, রাজবাড়ীর পাংশা পৌরসভার বিএনপি প্রার্থী চাঁদ আলী খান, ব্রাক্ষণবাড়িয়ার আখাউয়ার বিএনপির প্রার্থীসহ স্বতন্ত্র দুই প্রার্থী, জামালপুরের সদর পৌরসভার জাতীয় পার্টির প্রার্থী, নড়াইলের কালিয়া পৌরসভার বিএনপি প্রার্থী এসএম ওয়াহিদুজ্জামান, সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি প্রার্থী, টাঙ্গাইলের মধুপুর, চট্টগ্রামের সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, রাউজানের বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী এবং পটুয়াখালীর কুয়াকাটায় একজন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ভিপি আব্দুর রহিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বুধবার  সকাল ১০টা  ৩০ মিনিটে।

জামালপুর সদর পৌরসভায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী খন্দকার হাফিজুর রহমান বাদশা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বুধবার সকাল সাড়ে ৯টার দিকে। ভোট বর্জন প্রসঙ্গে বাদশা বলেন, আমি নিজের ভোটটাও দিতে পারিনি। কেন্দ্রে কেন্দ্রে জোর করে সিল মারা হচ্ছে। তাই আমি ভোট বর্জন করেছি।

এদিকে, নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনে ব্যালটে সীল দেয়ার ঘটনায় বিএনপির মেয়র প্রার্থী এস এম ওয়াহিদুজ্জামান মিলু নির্বাচন বর্জনের ঘোষণা দেন বুধবার সকাল সাড়ে ৯টায়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G