ভারতে গত কয়েক বছর ধরে অন্যতম আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানি লিওন। পর্নতারকা থেকে বলিউডে পদার্পণ হয়েছে তার। আইটেম নাচ-গানেই তার পদচারণা বেশি। আর এ কারণে কয়েক বছর ধরে গুগল সার্চে সবার চেয়ে এগিয়ে সানিই। কিন্তু সাম্প্রতিক একটি ভিডিও সেই অবস্থা বদলে দিয়েছে। সানিকে বাদ দিয়ে তরুণ সমাজ মজেছেন মালায়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ারে।
মাত্র ৩০ সেকেন্ডের ভিডিওটি মুক্তি পাওয়ার পরপরই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। আর তা ছিল প্রিয়া প্রকাশের একটি গানের দৃশ্য। এতেই ঝড় তুলেছেন মালায়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার। সঙ্গীকে ইশারায় তার ভ্রু নাচানো, আঙুলে চুমু খেয়ে তা দিয়ে বুলেট বানিয়ে প্রেমিককে ঘায়েল করা- এসবের চর্চাই এখন বেশি হচ্ছে নেট দুনিয়ায়। এক কথায় প্রিয়া এখন ইন্টারনেট সেনসেশন। মাত্র সাতদিনে দীপিকা পাডুকোন ও ক্যাটরিনা কাইফকে টেক্কা দিয়ে ফেলেছেন প্রিয়া।
এদিকে প্রিয়ার জনপ্রিয়তা সানি লিওনকেও ছাড়িয়ে গেছে। গুগল মোস্ট সার্চড এর তালিকায় পৌঁছে গেছে প্রিয়ার নাম। ‘ওরু আদার লাভ’ শিরোনামে মালায়ালাম সিনেমার একটি গানের ৩০ সেকেন্ডের ভিডিওতেই প্রিয়ার ঝলকে কুপোকাত যুবসমাজ। একদিনেই প্রিয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা বেড়ে ৬ লাখ হয়। গত ৭ দিনে তা ৩০ লাখ ছাড়িয়েছে। আর এর মধ্য দিয়ে শীর্ষে পৌঁছে গেছেন ২১ বছর বয়সী দক্ষিণের এই অভিনেত্রী।