প্রেক্ষাগৃহে আজ শুরু হল “ব্লাক মানি”

প্রথম প্রকাশঃ আগস্ট ৭, ২০১৫ সময়ঃ ২:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

black moneyপ্রেক্ষাগৃহে আজ মুক্তি পেল আলোচিত মডেল ও চিত্র নায়িকা মৌসুমী হামিদের ব্ল্যাকমানি। সারাদেশের ৯০টি সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি।

ইতোমধ্যে, ছবিটির গানে খোলামেলা অভিনয় করে বেশ বিতর্কের মুখে পড়েছেন মৌসুমী হামিদ। ছবিটিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন সাইমন সাদিক ও কেয়া।
চলচ্চিত্রটি নিয়ে চ্যালেঞ্জের মুখে আছেন চলচ্চিত্রটির নায়ক সাইমন সাদিক ও নায়িকা কেয়া ও মৌসুমী হামিদ। কেননা এ চলচ্চিত্রটিই বলে দেবে তাদের ক্যারিয়ারের যাত্রাপথ। এমনই তিন অভিনয়শিল্পীকে নিয়ে যিনি চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তিনি সাফি উদ্দিন সাফি। মুভি প্ল্যানেটের প্রযোজনায় ছবিটির মিউজিক প্রযোজনায় রয়েছে টাইগার মিডিয়া লিমিটেড।

এই চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা কেয়ার অনেকদিন পর পর্দায় ফেরা। মৌসুমী হামিদের বড়পর্দায় প্রথম মুখোন্মোচন। ‘পোড়ামন’-এর পর ব্যাবসায়িকভাবে সফল চলচ্চিত্র উপহার দিতে না পারা নায়ক সাইমনের তো ঘুম হারাম। তাই ‘ব্ল্যাক মানি’ পরিবার আমন্ত্রণ জানালো দর্শকদের।

প্রতিক্ষণ/ এডি/ ইম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G