পরিবার ছেড়ে টয়লেটে বাস

প্রকাশঃ জানুয়ারি ২, ২০১৭ সময়ঃ ৫:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

toilet-01ভারতের দিল্লীর বাসিন্দা প্রেমরাজ দাস। পেশায় পরিচ্ছন্নতাকর্মী হওয়ায়, একটি পাবলিক টয়লেটে পরিচ্ছন্নতার কাজ করে আসছে সে। এ কাজের প্রতি যেখানে অন্যদের অনীহার অন্ত নেই, সেখানে একেবারেই ব্যতিক্রম প্রেমরাজ। কাজের প্রতি নিজের এতোটাই আন্তরিকতা যে, টয়লেটের মধ্যেই সে গড়ে তুলেছে তার ঘর-সংসার। খাওয়া-দাওয়া, রাত্রিযাপনসহ যাবতীয় সকল কাজই করছে এখানে।

প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত টয়লেটের পরিচ্ছন্নতার কাজ করে থাকে প্রেমরাজ। এ সময় পরিচিত-অপরিচিত প্রায় ৪০০ জন মানুষের সাথে দেখা হয় তার। toilet-02প্রেমরাজের কাছে এটি একটি অন্যরকম ভালো লাগার বিষয়।

এ নিয়ে প্রেমরাজ জানায়, ‘‘ প্রতিদিন ৩৫০ থেকে ৪০০জন মানুষের সাথে আমার দেখা হয়। আমার এটা ভালো লাগে। রাতে টয়লেট বন্ধ করে দেয়ার পর আমি তা পরিস্কার করে নিজের খাবার তৈরী করাসহ অন্যান্য কাজ করে থাকি। ’’

বেতন হিসেবে প্রেমরাজকে প্রতি মাসে ৩০০০ রুপি দেয়া হয় । এ টাকা দিয়ে পরিবারের সাথে সাচ্ছ্বন্দ্যে জীবন-যাপন করা সম্ভব হলেও কাজের প্রতি ভালো লাগা থেকে টয়লেটে জীবন-যাপন করে আসছেন প্রেমরাজ। কাজের প্রতি তার এমন আন্তরিকতা নজর কেরেছে নগর কর্তৃপক্ষের।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G