প্রেসিডিয়াম পদ ফিরে পেলেন তাজুল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৯:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

nnnnnদলীয় শৃঙ্খলাভঙের দায়ের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়ার প্রায় পাঁচ মাস পর পদে ফিরলেন জাতীয় পার্টির নেতা তাজুল ইসলাম চৌধুরী।

সোমবার সন্ধ্যায় পার্টি যুগ্ম দপ্তর সম্পাদক আবু হাসান আহমেদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দলের গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাজুলের অব্যাহতি আদেশ প্রত্যাহার করেছেন। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

জাতীয় পার্টি ও এরশাদকে নিয়ে বিরূপ মন্তব্য করায় গত বছরের ১০ সেপ্টেম্বর তাজুল ইসলাম চৌধুরী ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে প্রেসিডিয়াম পদ থেকে অব্যাহতি দেন এরশাদ। একইসঙ্গে রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতির পদ থেকেই মশিউর রহমান রাঙাকে এবং তাজুল ইসলামকে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সভাপতির পদ থেকেও অব্যাহতি দেয়া হয়।

সেদিন বহিষ্কারের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী বলেছিলেন, ‘বহিষ্কার অগণতান্ত্রিক। এটি দুরভিসন্ধিমূলক। এরশাদ বিরোধীদলীয় নেতা হওয়ার এ সিদ্ধান্ত নিয়েছেন।’

তবে এরপর নানা তৎপরতায় স্পষ্ট হয় যে, তাজুল শিগগিরই স্বপদে ফিরছেন।

প্রতিক্ষণ /এডি/হামিদা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G