প্লুটোর চাঁদের ছবি
প্রতিক্ষণ ডেস্ক
সৌরজগতের রহস্যময় একটি গ্রহ – প্লুটো। এই গ্রহটি সম্পর্কে এখনও খুব বেশি কিছু জানা যায়নি। সম্প্রতি নিউ হরাইজন নামে একটি রোভার পাঠানো হয়েছিলো ওই প্লুটোর অভিমুখে। গ্রহটির কাছ দিয়ে ছুটে যাওয়ার সময় ওই রোভারটি থেকে তার কিছু ছবি তোলা হয়েছে। সেসব ছবি এখন আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা নাসায়।
প্লুটোর মোট পাঁচটি উপগ্রহ বা চাঁদ। তার মধ্যে দুটো উপগ্রহ আকারে ছোটখাটো। তার একটি কারবেরোস। নিউ হরাইজন থেকে তোলা এই চাঁদের একটি ছবি এখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন। ছবিতে দেখা যাচ্ছে কারবেরোসের গায়ে গোলাকার দুটো পিণ্ডের মতো। ধারণা করা হয়, বড়োটির ব্যাস প্রায় আট কিলোমিটার আর ছোট পিণ্ডটি পাঁচ কিলোমিটারের মতো।
বিজ্ঞানীরা মনে করছেন, কারবেরোসে থাকা বরফের খণ্ড একসাথে জোড়া লেগে এসব পিণ্ডের সৃষ্টি হয়েছে। প্লুটোর অন্য উপগ্রহটির নাম – স্টিক্স।
নাসার বিজ্ঞানীরা বলছেন, প্লুটোর এই দুটো উপগ্রহ, তারা যতোটা উজ্জ্বল হতে পারে বলে ধারণা করেছিলেন, তারচেয়েও বেশি উজ্জ্বল। সাধারণত মহাকাশের এসব গ্রহ উপগ্রহ সময়ের সাথে সাথে কালো হয়ে যেতে থাকে সূর্যের আলো আর কসমিক রশ্মির মধ্যে রাসায়নিক বিক্রিয়ার কারণে। তাহলে কারবেরোস আর স্টিক্স – এই দুটো উপগ্রহ এখনও এতো উজ্জ্বল হওয়ার কারণ কি?
বিজ্ঞানীরা বলছেন, এথেকে একটা জিনিসই ধারণা করা যেতে পারে যে ওই দুটো গ্রহে যে বরফ আছে সেসব এখনও খুব পরিষ্কার। প্লুটো থেকে ৬০ হাজার কিলোমিটার দূরে কারবেরোস। পাঁচটি উপগ্রহের মধ্যে দূরত্বের বিচারে কারবেরোসের অবস্থান দ্বিতীয়। তার দু’পাশে নিক্স এবং হাইড্রা। আর সবচে বড়ো উপগ্রহটির নাম – শ্যারন।
কারবেরোসের নতুন যেসব ছবি পাওয়া গেছে সেটা তোলা হয়েছে নিউ হরাইজনের লরি ক্যামেরা দিয়ে, চার লক্ষ কিলোমিটার দূর থেকে। নাসার বিজ্ঞানীরা এখন এই ছবি বিশ্লেষণ করছেন।
প্রতিক্ষণ/এডি/বিএ
।