ফখরুলের আদেশ রোববার

প্রকাশঃ জুন ২৫, ২০১৫ সময়ঃ ১০:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

fakhrul-নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের বিষয়ে রোববার (২৮ জুন) আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।

আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক ও ব্যারিস্টার মওদুদ আহমদ।

 আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

জামিন শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ সকাল সাড়ে ১১টার মধ্যে মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান।

পরে অ্যাটর্নি জেনারেল সময় চাইলে আদালত রোববার পর্যন্ত সময় দেন। রোববার আদেশের জন্য দিন ধার্য রাখেন।

শুনানির সময় আপিল বিভাগের আদালত কক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন।

নাশকতার অভিযোগে গত বছরের ২৯ ডিসেম্বর ও গত ৬ জানুয়ারি পল্টন থানায় এবং গত ৪ জানুয়ারি মতিঝিল থানায় এসব মামলা দায়ের করে পুলিশ।

গত ১৮ জুন এ তিন মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের এ জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

 


আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G